Uncategorized

” আপনার বিজনেস এর কোন ব্যর্থতা থেকে আপনি ভালো একটি শিক্ষা পেয়েছিলেন। আর তা থেকে কিভাবে বের হয়ে এসেছিলেন?

আমি প্রথম কাজ শুরু করি তিনটা ড্রেস দিয়ে, আমি ড্রেস করতে কতটুকু কাপড় পুড়া লাগে সঠিক জানতাম না নিজের মাপে কিনি, কিছুটা আন্দাজে কাপড় বেশ শর্ট হয়ে যায় কাজের পর। তারপর সেগুলো সেল হয় আশেপাশেই কিন্তু হাতা ছোট হয় সবার। পরে আমি অনেক জায়গা থেকে শুনে আর মায়ের সাথে আলোচনা করে কাপড়ের পরিমাণ বাড়াই। এরপর থেকে আর এই সমস‍্যায় পড়িনি।

আমি প্রথম দিকে সুতা খুব অল্প কিনতাম,পুজি ছিলোনা তাই ভয়ে ভয়ে থাকতাম যদি না লাগে। এতে দেখা গেলো সুতা অনেকক্ষেত্রে কাজ শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায় তখন বাজারে সেম সুতা মিলানো সম্ভব হয় না সুতা দুই রকম হয়ে গেলে কাজ খারাপ দেখায়।
এখন আমি রিক্স নিয়েই সুতা বেশি কিনি এতে সমস‍্যা সমাধান হয়েছে।

প্রি-অর্ডারের ক্ষেত্রে কাস্টমার থেকে এডভান্স নেওয়া এবং সেই অনুযায়ী কাস্টমাইজড কাজটি কর্মিদের থেকে উঠিয়ে ডেলিভারী সম্পন্ন করাটিও একটি ঝুঁকিপূর্ণ কাজ। প্রথম দিক থেকে এডভান্স না নেওয়ায় এই এখনো মাঝে মাঝেই আমি সমস‍্যায় পড়তাম তাই এখন থেকে আর এডভান্স ছাড়া কাজ করছিনা

উদ‍্যোগে ঝুঁকি থাকবে আর ঝুঁকি নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে।