Uncategorized

উদ‍্যোগ আর তুমি আমি

গত বছর আমি প্রচুর শালের কাজ করেছিলাম,যার বেশীরভাগ রেডি হয়ে কাস্টমারের কাছে গেছিলো আমার অনুপস্থিতিতে, শাল কর্মিরা আনার পর শেলী আপা ধুয়ে রাখলে আমার হাজব‍্যান্ড রাকিব সব লন্ডিতে নিতো আর সেখান থেকে আনার পর নানা ভাবে চেষ্টা করতো আমকে ছবি দেওয়ার। তারপর আমি মার্ক করে দিলে ও পাঠাতো কুরিয়ারে, মেসেজে আর ভিডিওকলের মাধ‍্যমে আমরা এই কাজগুলো সাড়তাম।ও বুঝতে না পারলে বা আমি বোঝাতে না পারলে খুব ঝগড়া বাধাতাম।অনেক চেষ্টা করতাম দুজনে ও একটা সুন্দর ছবির জন‍্য অনেক চেষ্টা করতো।

আমার উদ‍্যোগে আমার হ‍াজব‍্যান্ড আমার বন্ধু রাকিবের অবদান অনেকখানি। তার দেওয়া সাহস আর সহযোগিতায় আমাকে কখনো থেমে যেতে হয়নি। আল্লাহ্পাকের অশেষ রহমত সে আমার জীবনে আমার উদ‍্যোগে।