Uncategorized

কাজের পূর্ব প্রস্তুতি

উদ‍্যোগ শুরু বা চলমান রাখতে,প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কাজের পূর্ব পরিকল্পনা খুবই জরুরী।

যেকোনো কাজের জন‍্য পূর্ব পরিকল্পনা,সময় হাতে নিয়ে ভেবেচিন্তে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি শীতের শাল নিয়ে কাজ করবেন তো শীত আসলে সংগ্রহ করে সেল করতে গেলে পিছিয়ে যাবেন আর যদি শালে হাতের কাজ এড করতে চান সেক্ষেত্রে তো অনেকটা সময়ের দরকার,আসলে কর্মিদের এক এজনের কাজে এক এক রকম সময় লাগে, তাই অন্ততো দুমাস আগে তাদের হাতে কাজ দেওয়া উচিত, আর যদি কর্মি সংখ‍্যা কম সেক্ষেত্রে এক একজনের দুটো করে শাল তুলতেও আরো বেশী সময় লাগবে।

তাই অবশ‍্যই চিন্তাভাবনা করে সঠিকভাবে সঠিক সময়ে পণ‍্যের সোর্সিং করে কাজ শুরু করা উচিত।

আমার উদ‍্যোগ,”শখের কারুকাজ,” আমি কাজ করছি যশোর থেকে সূচীশিল্পের বিভিন্ন পণ‍্য নিয়ে।