Uncategorized

ভয় নয় সচেতনতাই জয়

পরিস্থিতিতো অনেক খারাপ,আমরা কোনদিকে যাচ্ছি কেউ বলতে পারছিনা,আমাদের উচিত আরো বেশী ভয়াবহ পরিস্থিতির আগে সচেতন হওয়া, নিজস্ব কাজে মন দেওয়া, দেখুন যত বেশি দুশ্চিন্তায় হতাশ হয়ে বসে থাকবেন,মনের ভেতর অশান্তি দানা বাধবে,আপনার পরিবার,আপনার শিশু ক্ষতিগ্রস্ত হবে,সেই সাথে আপনার কর্মক্ষমতা হ্রাস পাবে,,,,

সামনে আবার লকডাউন আসতে যাচ্ছে,তাই দুশ্চিন্তা আর হতাশাকে টাটা বলুন,নিজের এই অফুরন্ত সময়টাকে ভাগ করুন,পরিবারকে সময় দিন,নিজের কাজ নিজে করুন,ভালো বই পড়ুন,মুভি দেখুন,গান শুনুন,আপনার শিশুকে সময় দিন,পরিবারকে কাজে সহযোগিতা করুন,মহান সৃস্টিকর্তার কাছে বেশি বেশি করে পার্থনা করুন,নিজের জমিয়ে রাখা অফিসিয়াল বা ব‍্যবসায়িক কাজগুলো করুন,সৃষ্টিশীল কাজে সময় দিন।

দেখবেন সময় দৌড়চ্ছে,অনেকটা হালকা লাগছে,নিজেকে ভালোবাসার চেয়ে বড় কোনো কিছু হতে পারেনা,

পরিস্থিতি দুদিনপর আরো খারাপ হতে পারে তাই কাজ না করা,রান্না না করা,হতাশ হওয়া,নেগেটিভ চিন্তাভাবনা করা কোনো সমাধান হতে পারেনা,খাবার অপচয় করবেননা,এই দূর্যোগ মোকাবেলায় অন‍্যকে সহযোগিতা করুন,সাহস আর মনোবল অটুট রাখুন,স্বাস্থবিধী মেনে চলুন,সচেতন হন,,,,সামনে যে অর্থনৈতিক ধস নামবে তার জন‍্য প্রস্তুত আপনাকেই থাকতে হবে।

Owner of “শখের কারুকাজ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *