Uncategorized

ময়ুরাক্ষী

পণ‍্যে নতুনত্ব আনা,,,,

দীর্ঘদিন কাজ চালিয়ে যাওয়ার একটি মূল চালিকাশক্তি হচ্ছে কাজের ভেতরে নতুনত্ব আনা।আমরা যারা বিভিন্ন সেলাই নিয়ে কাজ করি একই ধরনের কাজ না করে কাজের ভেতরে ফিউশন আনতে পারি, সেলাই আর নকশায় নতুনত্ব আনলে পণ‍্যটি আরো দ্রুত গ্রহণযোগ‍্যতা পাবে এবং মানুষের মনে স্থায়ী হবে আরো দীর্ঘদিন।

এই কাজটি করতে সময় লেগছিলো ২০ দিন, এখানে চারটি সেলাই ব‍্যবহার করেছি যার বেশিরভাগটা জুড়েই আছে ডালস্টিচ।দেশীয় উলেন শালে করা এই কাজটি ভীষণ পছন্দ হয়েছে নিজের।