Uncategorized

হাঁসিয়া

নানা রঙে রঙিন ভুবন

দেশীয় সূচীশিল্পে একটি অন‍্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সেলাই হচ্ছে হাঁসিয়া, আগে এটি কাথাঁ ও বালিশের তোয়ালে সেলাইয়ে বেশি ব‍্যবহৃত হতো, এখন হাঁসিয়ার ব‍্যবহার বৃদ্ধি পেয়েছে বিভিন্নভাবে, শাড়ি, কামিজ, সালোয়ার, ওড়না,শীতের শাল, বিছানার চাদর,ফতুয়া,পাঞ্জাবী,ফতুয়া,বাচ্চাদের পোশাক,ব্লাউজপিস,পার্স আর কাথাঁয় এটি ব‍্যাপকভাবে ব‍্যবহৃত হচ্ছে।

হাঁসিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন,গোলকধাধা,কাচির ধার, শঙ্খমোড়া,চারচোখ,শাপলা, তালব‍্যশ,কবুতরের খোপ,দুনয়নি,কাচিকুচা আরো অনেক নাম না জানা হাঁসিয়া।

আমি অনেকদিন ধরেই হাঁসিয়া নিয়ে কাজ করছি,একেকজন একেক রকম হাসিয়াকে ভিন্ন ভিন্ন ডিজাইন আর রঙের সুতায় ব‍্যবহার করে তার আলাদা সৌন্দর্য্য সৃষ্টি করে, তবে অবশ‍্যই প্রত‍্যেকের কাজে ভিন্নতা আর নিজস্বতা থাকা জরুরী।

এটি একটি বিলুপ্তপ্রায় সেলাই যা এখন আবার তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে।

হাঁসিয়া